পাইনি উত্তর যার
শম্পা ঘোষ


ভুল,অন্যায়,অত্যাচার
এসব তো তারই এক্তিয়ার,
আমার তাতে কিছু যায় আসে না
যতটুকু চিনতে সময় লেগেছে
ওইটুকুই বরাদ্ধ ছিলো
ঠকে যাবার...


সত্য,সঠিক,ন্যায় সিদ্ধান্ত নিতে
ভয় নেই আমার,
আর ঠকবো না
তাই ঘুরে দাঁড়াবো এবার...


দগ্ধ আগুনে জ্বলবে তুমি
ঈর্ষায় বার বার,
খুঁজে মরো ছলনার
ধাঁধা দেখাবার...


চিনে গেছি আবার
ভাবিনা তোমার জন্য আর,
দেখা হলে বলতাম একবার
পাপ করেও কেউ ছাড়
পাবে না পালাবার...


আলুপচা খুপরীর ভার
গোটা বস্তাটা পচেছে যার,
সমন হবে যে বার
আইন রয়েছে খোলা আদালতের দ্বার...


মিথ্যা,কারচুপি হবে যেখানে খেলার
সত্য তোমার নেইকো কিছু বলার,
পিশাচ যে তুমি নেইকো কিছুই অনুশোচনা করার...


পাপকে চাপা দেবার সাধ্য কার
যতই চেষ্টা করো তার,
একদিন হবে যে বার...


যেটা সত্য সেটা সত্য হয়ে
নেবে যে আকার,
তবুও পৃথিবীতে আসে মীর জাফর
বেঁচে থাকে কত গদ্দার।


  **********
     *******
         ***
           ?