পরীরাও পায় না নিস্তার    
শম্পা ঘোষ


বাঃ... খেলাটা জমে উঠেছে
দূর থেকে দূরের নিক্ষেপ
তীর ছুড়েই চলেছে
যদি কখনো লেগে যায়,
বুলস আই
কেল্লাফতে
              পুরস্কার বাবদ
পাবে একটা আস্ত মন...


এ নিয়ে পল্টুদা
তেমাথায় চায়ের আড্ডায়
বা ক্লাবের ঘরে কসরত করেই যেতো...


আহা মালটা যা!
তুলতে পারলেই
আমার ভবিষ্যৎ তুঙ্গে
লাকি বাম্পার লটারি...


ধনী বাপের একমাত্র
সুন্দরী কন্যা...


মাঝে মাঝে সাগরেদ নিয়ে
চিৎকার করে ওঠে-
কি দেখেছিস মাইরি
                 যেনো স্বর্গের পরী,
পা থেকে মাথা পর্যন্ত
চুষে খাই...ঝলসে যাচ্ছে...


আর সাঙ্গরাও মদত দেয়
গুরু দেখাও তোমার খেল...


সেই খেলা এখনো কি
বদলেছে?


সেই সব মেয়েরা পল্টুদার শিকার হয়...
   কোথাও না কোথাও।