প্রেম প্রেম খেলা
শম্পা ঘোষ
কুঁড়ি ফোটা ছেলে মেয়েরা
অতি সহজে প্রেম করা
প্রেমে পড়া খেলাকে বেশ আয়ত্তে
বা দখলে নিয়ে ফেলেছে
আজকের দিনের সেলফোনের দৌলতে...
প্রত্যেকেই ব্যস্ত,
একটা গার্ল ফ্রেন্ড বা বয় ফ্রেন্ডের
গৌরবে মজতে
সময়টা যেন বাজারে আসা
প্রথম শীতের কমলা লেবুর মতো
গন্ধ ছড়িয়ে পড়ে খোসাতে...
সবই ওই
যান্ত্রিক মাধ্যমেতে
কত কথা বলা,লেখা,ছবি
জমছে ফোনের
ছোট্ট মেমোরিতে...
আর ভালো না লাগলে
ব্রেকআপ করতে পারে
নিমিষে নিশ্চিন্তে
জীবন্ত মেমোরির বদলে
ওরা ব্যস্ত হয়ে পড়ে
ফোনের মেমোরিকে মুছতে...
কি মুশকিল বলুন তো
মন কি এতই ঠুনকো?
তাই বাঁধা পরে ফোনেতে...
আবার ওঠে জেগে
উঁকি মারে ফেসবুকে
কত মুখ নেয় ঝুঁকি
এই প্রেম প্রেম খেলাতে...
হাই হাই দুনিয়া
রঙচঙে
কচি কচি মুনিয়া
হৃদয়টা ভরে রাখে
সেলফোনের খাঁচাতে।
**********
********
*****
&&
&
দারুণ দারুণ অসাধারণ বর্তমান উদ্ভাসিত। মুগ্ধতায় পূর্ণ। হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন কবিবর।
সমাজের বাস্তব কথা কবির ভাষায় প্রকাশ করার জন্য ধন্যবাদ
অনবদ্য জীবনমুখী কবিতা।
শুভ কামনা রইল প্রিয়কবি।
বাস্তব ভাবনাটা
বললেন অঝোরে,
প্রেম প্রেম খেলাটা
খেলছে কারা সজোরে!!
ভাবার ভাবনাটা
থাকনা ওখানে
আমরা কবিতা লিখি
বুঝি কি প্রেমের মানে!!
সুন্দর উপলব্ধি কবি
সুন্দর বাস্তব ধরা কথাকলি। অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি।
বর্তমানে তো তাই হচ্ছে
শুধু ছোটদের দোষ কেন
বড়রাও তো তাই করছে
অসাধারণ কাব্য
অনেক শুভেচ্ছা কবিকে
ভালো থাকবেন কবি
আহা! বেচারা প্রেম তুমি ব্রাত্য !
সত্যিই, প্রেম প্রেম খেলা
টেকে কিজানি কত বেলা!
আজকের ভাইরাল সাইড এই বিষয়টি ।
সুন্দর লিখেছ সখী!!
হৈমন্তীক প্রীতি আর ভালোবাসা রেখে গেলাম তোমার জন্য।
এটাই তো চলছে কবি .....
প্রেম প্রেম খেলা খেলে কিছু বেলা ,
ব্রেকআপ হয়ে গেলে খায় কাঁচকলা । "
বর্তমানের জ্বাজল্যমান ছবি বা খেলা তুলে ধরলেন কবি ॥ হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ॥
শুভরাত্রি ।
দারুন উপস্থাপনা। সত্যই খেলাই হবে হয়ত।
কোথায় সেই অপেক্ষা, একটা চিঠির প্রত্যাশা,
দিন মাস বছর গড়িয়ে যেত, মিটত না আশা।
সব কেমন বদলে গেছে।
আন্তরিক শুভেচ্ছা রইল বোন। ভালো থেকো নিরন্তর।
খেলছি খেলা প্রেম তো ঢেলা
ছুঁড়ি এদিক ওদিক,
লাগলে ভালো এগিয়ে চলো
মনটা রেখে ঠিক।
বাস্তব চিত্র। ভালো লাগলো। ভালো থাকবেন প্রিয় কবি নিরন্তর।
কচিকাঁচাদের অবক্ষয়
সামাজিক বিপর্যয়।
উত্তরণের আছে কি পথ!
জানতে চাই অভিমত।
হা হা হা।কম বেশী সকল অভিভাবক চিন্তিত।একদম বাস্তব চিত্র এঁকেছেন।দারুণ লিখেছেন।সদা ভালো থাকুন।থাকুন।শুভেচ্ছা ও শুভকামনা রইল চিরন্তন প্রিয় কবিবর।
সুন্দর জীবন মুখি বোধের কাব্য গাঁথা মালা উপহার দিলেন প্রিয় কবি
শুভেচ্ছা অফুরান
ভালো থাকুন সবসময়।
চমৎকার প্রেম!
জীবনের ছবি সুন্দর আবেগময়তায ফুটিয়ে তুলেছেন।
অসাধারণ বাস্তব জীবনের চিত্র ফুটে উঠেছে কবির এই লেখনী কাব্যে। শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বরেণ্য কবি।
বাস্তব ঘটনা খুব সুন্দর ভাবে লিখেছেন প্রিয় কবি অনেক শুভেচ্ছা রইল ভালো থাকবেন সবসময়
অসাধারণ অসাধারণ অসাধারণ---
মুগ্ধতা রেখে গেলাম পাতায়
শুভেচ্ছা অফুরান প্রিয় কবি
চমৎকার।সমসাময়িক আঙ্গিকে লেখা।অনেক শুভেচ্ছা কবি কে।
"একটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের
গৌরবে মজতে"
-ইহাই আসল সত্য
প্রেমটা নেহাত ব্রাত্য
শুরু শুরু চমকপ্রদ,কিছুটা বা লোক দেখানো
যেন ফাঁকা মনে তালিম নিয়ে
ব্রেক আপ জেনেই নিজেকে জড়ানো...
সমসাময়িক পটের উপর ভাবনার অঙ্কন
কবিকে জানাই শুভেচ্ছা সর্বক্ষণ।।
খুব সুন্দর কাব্য
শুভেচ্ছা সতত
যথার্থ ভাবনা ও উপস্থাপনা।
শুভেচ্ছা জানবেন ,কবি।
অসাধারণ। খুব সুন্দর বিশ্লেষণ।
আজকাল সম্পর্কগুলি ভিতের উপর দাঁড়ায় না। তাই ছোট্ট দমকা হাওয়ায় তা উড়ে যায় খড়কুটোর মতো। শুভেচ্ছা কবি।
একদম বাস্তব চিত্র তুলে ধরেছেন প্রিয় কবি।।খুব ভালো লাগলো।। শুভেচ্ছা জানাই ভালো থাকবেন সর্বদাই।।
দারুণ।
অনন্যা***
অনবদ্য সৃষ্টি | শুভেচ্ছা রইলো প্রিয় কবি | ভালো থাকবেন |
এ সবই পুঁজিবাদের দেন,
তারা চায় একশ্রেণী অতলে যাক
বুদ্ধিমত্তারা যেন অধিক পাক ।
সুন্দর সমাজ সচেতনার বাস্তব দিক কাব্য কথা ।
প্রিয় ভগিনীকে অশেষ শুভেচ্ছা ,ভাল থেক সদা ।
বাস্তবিক এক সমস্যা তুলে ধরলেন কবিবন্ধু ! শুভেচ্ছা অনন্ত।
প্রেম প্রেম খেলা,লেগেছে অনেক ভালা,মুগ্ধ হলাম পাঠে ধন্যবাদ।
চমৎকার কাব্য।
একদম বাস্তব কথা বলেছেন।
বর্তমান সমাজের বাস্তব চিত্র।
ভাল থাকবেন প্রিয় কবি সর্বদায়।
শুভেচ্ছা রইল।