বয়ে গেলো দিনগুলি সব
বয়ে গেলো বেলা
মনের উপর কিসের এ ভার
করছে শুধু খেলা ?
মৃদু মৃদু বাতাস বহে
মনের আঙিনায়
উড়ু উড়ূ মনটা করে
কিসের ভাবনায়।
বসন্তেরই রঙিন আলোয়
রাঙিয়ে দিল মন
এসো না ভাগ করে নিই
সময় কিছুক্ষণ।
পায়ে পায়ে ছন্দ তোলে
চোখে লাগে ঘোর
কোকিলের মধুর ডাকে
জেগে ওঠে ভোর।
ভ্রমর এসে গুনগুনিয়ে
গেয়ে গেলো গান
আমের ডালে মুকুলগুলো
করছে অভিমান।
মাটির উপর শয্যা পাতে
শিমুল ফুলের রাশি
দক্ষিণ হাওয়ায় চুল উড়িয়ে
চলো ঘুরে আসি।
প্রেম কেবলই মনটা বোঝে
বয়স বোঝেনা
প্রকৃতিরই রূপের বাহার
করছে ছলনা।
*************
***********
********
******
***
হৃদয়ের কথাগুলো যখন কবিতা হয় হৃদয় তখন অনায়াসে ছুঁয়ে যায়। ছুঁয়ে যাক এমনই কবিতা, ছুঁয়ে থাক যা কিছু সবটা।
শেষের ছত্রটি অমূল্য রতনে রঞ্জিত, হরিনামের মত।
বাসন্তিক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন অবিরাম।
পাঠে কেবলই ভাল লাগা ছড়ানো অনুভূতি..
শুভেচ্ছা ও শুভকামনা কবি জানিবেন।
প্রেম ভালোবাসা জাগে মনে,
বসন্ত জাগায় প্রেমাবেশ
বয়সের কোন বাধা না মেনে।
সুন্দর হৃদয় গ্রাহী কবিতা।কবিতায় মুগ্ধতা। ভালো থাকুন, সুস্থ থাকুন প্রিয় কবি।
দারুণ বার্তা শুনিয়ে গেলে অসীম আহ্লাদে ।
S T Coleridge এর লেখা -
Life is but thought: so think I will
That Youth and I are house-mates still.
প্রাণ ভরা শুভেচ্ছা ও ভালবাসা জানাই । ভাল থেকো ।
ধন্যবাদ প্রিয় কবি।
সঙ্গে থাকুন সর্বদা।
অনেক প্রীতি এবং ভালবাসা !
শুভেচ্ছা --- অফুরান !
শুভকামনা কবি।
স্বর্গপুরে গুঞ্জে তব বেজে ওঠে বসন্ত সুর।
আজকে বোনের গোলাপ বাগে ফুটলো যখন রঙ্গিন গুল,
ফুল মাখানো দিনগুলো হোক উপচে পড়ুক সুখ ফজুল।
শব্দ ও ছন্দের ব্যঞ্জনায় ভরপুর কবিতা পড়ে মন হলো পুলকিত।
শুভেচ্ছা ও ভালোবাসা।
শুভেচ্ছা কবি
মুগ্ধ হলাম
ভালোবাসার নেই অভাব।
শুভেচ্ছা রইলো।
প্রকৃতি প্রেমের অসাধারণ ছন্দময় কাব্যে অভিভূত!
প্রিয় কবির জন্য আন্তরিক শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন সব সময়!!
প্রিয় কবি ! শুধু মুগ্ধতা !
অনেক প্রীতি এবং ভালবাসা !
শুভেচ্ছা --- অফুরান !
মন তা আর মানেনা
তাই রোজই হরেক বাহানা......
খুব খুব সুন্দর লাগল বন্ধু!!
কাল আসতে পারিনি তোমার পাতায়
মার্জনা কোর।
অনেক ভালোবাসা রেখে গেলাম। ভালো থেকো।
শুভেচ্ছা রইল ।