পৃথিবীর বুকে
শম্পা ঘোষ


তোমার ওখানে গরমের প্রখর তাপ
    আমার এখানে শীতল হাওয়া
        তোমার ওখানে রাত
       আমার এখানে  দিন...


  তোমার ঘড়িতে রাত সাড়ে ৮ টা
    আমার ঘড়িতে সকাল দশটা,
    ঘড়িও ঘুরছে,পৃথিবীও ঘুরছে,
আর...আমাদের জেগে ওঠা ভাবনারাও
     ঘুরছে,নানাভাবে নানাদিকে...


তাই বলি...সূর্য একটাই,আকাশও একটাই,
  চন্দ্রও একটাই আর পৃথিবীও একটাই
         শুধু আমরাই আলাদা
         যে যার নিজের মত...


       আর...ভাবি...আর...ভাবি...
     যদি,এমন হতো একই সময়ে
  তুমি,আমি হাত ধরে দাঁড়িয়ে থাকবো
            এপারে ওপারে...


      সেই হাতটা বাড়িয়ে দিতে
        পারবো তো দুজনে?


         কেবল বন্ধু ভেবে
    এক গুচ্ছ হলুদ গোলাপ রইল
          তোমার জন্যে।


      ***************
          ***********
            *********
              *******
                 ****
                    *