পুঁইশাকের গল্প শুনুন
      শম্পা ঘোষ


পুঁইলতা,বলো তুমি কি চাও
                 আমি এনে দেবো?
ওরে,আমি যে দাঁড়াতে চাই
                কোথায় তা পাবো?


বলি,লাঠি দেবো,খুঁটি দেবো,চাল দেবো ,চালা দেবো
               হবে না তাতে খুশি?
ওটাই যে বড় কষ্ট
            আমি কারে বল দোষী?


দাঁড়ানোর মানেটা তুই
                 বুঝলি নারে খ্যাপা,
দে মাটি দে, মাটি দে
           আরো জল দিয়ে কোপা।


স্বাদ ছিলো মনে বড়
                মাথা তুলে দাঁড়াবো,
ভর করি একে ওকে
         না হলে মাটিতেই লুটাবো।


নে রে এবার তুলে দে,
                 তবে মাচাতেই উঠি,
আমার লগলগে কচি ডাঁটায়
                  ছোঁয়ালো কে বঁটি।


মতলব ছাড়া এ দুনিয়ায়
                 কেউ কিছু করে না,
নে নে আরো কাট আরো কাট
           তোকে করবো না মানা।


জানি এইভাবেই চলবে
              আমি লতিয়েই যাবো,
চোখগুলো দেখ তোদের
       বলছে,আরো খাবো খাবো।


স্বার্থ নিয়েই তোরা
        সব কিছু করিস যে পালন,
কাজের যা ঢঙ দেখি
                আর কথা কি ধরণ।


ইলিশমাছ,চিংড়ি,কচি কুমড়ো
                      এনে রাখ যত,
রসিয়ে রাঁধবি জানি
                 বানাবি মনের মত।


অভিমান করি না আর
                  সবই প্রকৃতির দয়া,
তোদের দেখে যে আমার
                        বড় হয় মায়া।


           ***********
               *******
                    **
                     !


                   "৯-১০-২১"