রচনা
শম্পা ঘোষ


আজকের দৃষ্টি
ভাবনাতে বৃষ্টি
মনেতে জ্বর আসে
লিখে যাও ঝেরে কেশে।


আজব এই দুনিয়া
ভুগছে যে কর্নিয়া
তোর ভাগে কাঁচকলা
লুটেরাজ পড়ে মালা।


জল ছিটাও শান্তি
আছে ভুল ভ্রান্তি
আধুনিকের উৎপাত
ঘুম নেই কাটে রাত।


বিশ্বাসের উল্কি
দেখায় যে ভেল্কি
চারিদিকে ভয় ভয়
সমাজটা হবে ক্ষয়।


তাই যা দেখো সব
কোরো নাকো কোনো রব
মনে মনে জমবে
ঘুরে আসি বোম্বে।


**********
   *******
      ****
        **
         !