রাতের শরীরটা
   শুধু জেগে থাকে
     নিস্তব্ধ রাত্রি
       আরো কাছে ডাকে।


শরীর নয় গো
   সবই যেন মায়া
      সেই জালে আবদ্ধ
          নশ্বর কায়া।


রাত্রি যে বড় গভীর
   বোঝা বড় দায়
     দেহ তারে মানে খোঁজে
        বুঝিতে যে চায়।


দেহের অস্তিত্ব
  বিলিয়ে দেয় কখন?
     অন্ধকারে মিশে গিয়ে
        এক হয় যখন।


একই দেহে দুটি প্রাণ
   এ কেমন খেলা?
     মিলেমিশে একাকার
       ভেসে যাওয়া ভেলা।


দিনটি ক্লান্ত হলে
  রাত্রি নামে ধীরে
    শরীর তখন শান্তি খোঁজে
      তোমাকেই যে ঘিরে।


রহস্যতে ঘেরা থাকে
   আঁধার যাপন
     স্পর্শখানি বুঝে যায়
        কে তার আপন।


ধার করা জ্যোৎস্নায়
   ম্লান হয় রাতি
     গলে গলে ঝরে পড়ে
        নক্তের বাতি।
    *******
       ***
         *