সাজাবো তোরে যতনে (১৫০ তম কবিতা)
        শম্পা ঘোষ


     সারমর্ম বুঝলি রে তুই
   অন্ধকারে আলোর এই দাম
    সেই কথাটি বলতে গিয়ে
  ঝরছে কেনো তোর গায়ে ঘাম?


     ভয় পেলি কি স্বপ্ন দেখে
     যা ছিলো তা ভুলে ভরা
    বাল্মীকি কি চাস রে হতে
     রত্নাকর কি গেছে মারা?


       সত্যটাকে নে রে খুঁজে
     আপন করে এই অবেলায়
       বাকদেবী তো তুষ্ট হয়ে
   লুকিয়ে থাকবে তোরই ঝোলায়।


    সাধু হওয়ার স্বাদ বুঝিস কি
      সংযম আর কঠোর ব্রত      
  লোভ,লালসা ত্যাগ করে আজ
     বাঁচ না রে তুই বাঁচার মত।


    মাটির কুটির ফুলের বাগান
      ঘুরবে কত ময়ূরের দল
      ফলে ফলে ভরবে গাছে
     পুকুর ভর্তি টলমলে জল।


      আশ্রমটা গড় না রে তুই
       সাজা না রে নিজের মত
       মন্দ,কালো যাবে ঘুচে
      জীবন হবে সজীব কত।
                                  
     খরম পায়ে হাঁটতে পারিস
      গায়ে দিয়ে পাটের চেলী
      ফুল ফোটাবি মনে মনে
    তুই ই যে তোর মনের মালী।


     সৌম্য শোভা শরীর জুড়ে
     ভাবনা থাকবে শুদ্ধ মনে
   মাটির দোয়াত খাগের কলম
    তোর সঙ্গী হবে তপোবনে।


    পাতায় পাতায় উঠবে ভরে
       বিবেক,বুদ্ধি,বিবেচনা
   লিখবি রে তুই সেই ধারাপাত
       সৃষ্টি হবে তোর রচনা।


    আজ থেকে তুই মহান হলি
     সবায় তোকে বলবে কবি
      অতীত তোর যাবে মুছে
       নতুন করে জন্ম নিবি।


         ***********
           *********
              ******
                 ***
                   *