সঁচালক
শম্পা ঘোষ
টিয়া এখন মনের সুখে বাজায় বসে শিস
শালিক ভায়ার হচ্ছে জ্বালা করছে ফিসফিস
টিয়ার নাকি বড্ড গুমর
ল্যাজ নাচিয়ে দোলায় কোমর
আমার দিকে তাকায় না সে দেয় না কেনো কিস।
লোলুপ দৃষ্টি
টিয়া এখন আনন্দেতে খাচ্ছে পেয়ারা
শালিক যে তাকিয়ে থাকে সে বড্ড বেয়াড়া
টিয়া বলে তুই পাবি না স্বাদ
এখন বসে বসে কাঁদ
তোর পেটেতে থাকবে কেবল পোকামাকড় ভরা।
নির্বাহ
টিয়ার আছে রূপের বাহার জৌলুস তার ঠোঁটে
তাই না দেখে শালিক ভায়া জোরে ভেংচি কাটে
করতে যায় নকল
নেইকো তার দখল
মনের দুঃখে বসে বসে মাথা এখন কোটে।
******************
***************
***********
*******
!!!!!
!!
অসাধারণ অনুভবে বাস্তব অনুরণন কবি।শুভকামনা
চমৎকার। প্রতিটি মনোরম। ভালো লাগলো কবিবন্ধু।
কয়েকদিন আসরে না আসায় মিস হয়েছে।
সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটী বেড়াতে গেছিলাম।
শুভেচ্ছা অনন্ত।
বাঃ চমৎকার লিখেছেন প্রিয় কবি। অনেক অনেক শুভকামনা রইল।
দারুন দারুন দারুন
খুব সুন্দর উপস্থাপনা। মজা করে পড়লাম।
আন্তরিক শুভেচ্ছা সহ নিরন্তর শুভকামনা রইল বোন, ভালোথেকো।
শালিক টিয়ার কাব্য কথন,
রঙ্গ রসে ভরায় পাঠক মন।
টিয়া-কবিকে ফুলেল শুভেচ্ছা ।
টিয়া আর শালিকের কথা শুনলাম, টিয়ার গরিমা প্রকাশ পেল।খুব সুন্দর লিমেরিক পড়লাম।
অনেক শুভেচ্ছা রইল প্রিয় কবি।
অপূর্ব সুরের দোলায় চড়ে--
কত কথা বলে গেলেন--
রুপকের অনন্য সুন্দর আঙ্গিকে।
আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় কবি।
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়।
শুভ সকাল।
টিয়া শালিক এর তুলনা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুললেন প্রিয় কবি। প্রীতি ও শুভেচ্ছা রইল ভালো থাকবেন সবসময়।
সঁচালক,লোলপদৃষ্টি,নির্বাহ
লিমেরিক গুচ্ছ বেশ লেগেছে,পাঠেও অনেক মজা পেলাম,টিয়া শালিকের উপমা বেশ মজার মজা রসের ভজা,চাই প্রতিদিন এমন লিমেরিক,ধন্যবাদ।
ধন্য তোমার টিয়া শালিকের ঝগড়া সখী। যেন ডিগ্রি ১০০ ।
নিদারুণ রসাল আর কঠিন রূপক কবিতায় পেলাম.....................
অতীব সুন্দর...........................
অনেক ভালোবাসা রেখে গেলাম তোমার জন্য।
খুব ভাল থেক প্রিয় সখী।
খুব সুন্দর লিমেরিক গুচ্ছ। খুব ভালো লাগলো।আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো প্রিয় কবি।
টিয়া শালিকের রূপকে নারী পুরুষের মনের ভাবনাকে তুলে আনার প্রয়াস ভালো লেগেছে। সুন্দর হয়েছে। শুভ কামনা কবি শম্পা ঘোষ।
'সঁচালক' শব্দটির অর্থ কি?
শালিক টিয়ের দ্বন্দ্বভরা ছন্দকথা
লিমেরিকে জমে উঠল কবির পাতা।
-দু' লাইনে মুগ্ধতা দিলাম, কবিকে শুভেচ্ছা।
অপূর্ব ।প্রতিটি নিজ নিজ স্বাতন্ত্র্যে উজ্জ্বল ।ভালো থাকুন ।
টিয়া শালিকের দ্বন্দ্ব নানা কর্মউপমায় অপরূপে প্রকাশমান ।
কবির সুন্দর কাব্যে মুগ্ধ ।
অশেষ শুভেচ্ছা, প্রিয়কবি, ভাল থাকুন সদা ।
তিনটিই অনন্য সুন্দর সৃষ্টি
মন ছুঁয়ে গেল পাঠে। অনেক শুভকামনা
জানিবেন প্রিয় কবি সব সময়।
রূপক কবিতাটিতে অসাধারণ ভাবের প্রকাশ পেয়েছে প্রিয় কবি। প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। অফুরন্ত ধন্যবাদ।
টিয়ার এখন দিন চলেছে বটে ,
শালিক পাখী লাজ পেয়ে বসে মাথা হেঁটে । "
খুব সুন্দর উপস্থাপনা । প্রিয় কবিকে অশেষ শুভেচ্ছা ও শুভকামনা জানাই । ভালো থাকুন ।
অসাধারন একটি রূপক কবিতা উপস্হাপনা
করে গেলেন প্রীয় বরেণ্য কবি দিদি !
অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রেখে গেলাম
কবিতার পাতায়। ভালো থাকুন,শুভেচ্ছা রইল।.
শালিক - টিয়ার জমাটি আসর
শম্পা দিদির ঘন্টা কাঁশর
প্রতিবেশীর গল্প আখ্যান
চিরকাল এই ব্যবধান ।