স্মৃতির মূর্ছনায়
শম্পা ঘোষ


  স্মৃতির পাতায় উলুধ্বনি
    মন যে তার মধ্যমণি
   শাঁখ বাজিয়ে আরাধনা
  মন পারে না করতে মানা
  মাথার মধ্যে রিলটি ভরে
   তথ্য আর আবেগ ধরে
  অ্যাকশনটা যেইনা বলা
   গড়গড়িয়ে মেশিন চলা
  কাট বললে হয় অভিমান
হঠাৎ করে পালিয়ে যে যান
  যখন তখন স্মৃতির খেলা
   কখন তার চলবে পালা
   পরিচালক হচ্ছো তুমি
  তোমার স্মৃতি বড়ই দামী
মন ক্যামেরায় চোখটি থাকে
তাই স্মৃতি হয়ে সদাই বকে
অতীত বলতে পায় যে বল
  দুচোখ দিয়ে আসে জল
  সুখ দুঃখের হিসাবটাকে
ভাগ করে নেয় জীবন ফাঁকে
সেই স্মৃতি আবার কাব্য হয়
   মানুষের মন করে জয়
কবির খাতায় কলম সচল
  স্মৃতি তার হয় না অচল
  রগরগিয়ে লিখছে কষে
  ভাবনা দিয়ে নতুন বেশে।


    ***********
       ********
           ****
              *