সবই তোমার কৃপায়
     শম্পা ঘোষ


        কার আলোতে প্রভাত আজি
                করছে ঝলমল
           কার মায়াতে সরোবরে
               ফুটেছে শতদল।


        কার ছোঁয়াতে মাঠের ধারে
             কাশেরা দেয় দোলা
         কার যাদুতে নীল আকাশে
             মেঘের এত ভেলা।


          কার হাসিতে ঝরে পড়ে
             শিউলি গাছের ফুল
         কার শোভাতে রাত্রি জাগে
              ছড়িয়ে এলো চুল।


          কার ছন্দে বেজে ওঠে
             ওই আগমনী গান
           কার খুশিত মত্ত হয়
            যত উৎসবের প্রাণ।
  
        কার আনন্দে আলোছায়া
            করছে লুকোচুরি
       কার চরণে আলতা রাঙায়
           সাজে সোনার গৌরী।
                
       কার কথাতে বইছে বাতাস
           চলছে কিসের খেলা
        কার কৃপাতে জগৎ ভাসে
      ঠিক পাল তোলা এক ভেলা।  


       কার কলমে ভাবের ঘরে
            জন্ম নেয় কবি
       কার দয়াতে আঁকছে বসে
         জগৎ সংসারের ছবি।


          ************
              ********
                  ****
                    !!!
                     !