সই আমি গো
        শম্পা ঘোষ


     মন খারাপ কোরো না সই
     তোমার মুখে হাসিটি কই
   এই বাদল দিনে ঘন শ্রাবণে
তোমার চোখেতে কেন জল আনে
দেখো তো চেয়ে আসিতেছে ধেয়ে
  গুরুগুরু মেঘ বারি ধারা বেয়ে
খোলো গো দুয়ার আসুক জোয়ার
  ধুয়ে মুছে যাক রাতের আঁধার
  এক ফালি চাঁদ উঠবে জেগে
  নিজেই নিজেকে দেখবে আগে
  খুশি খুশি তানে ভৈরবী গানে
  গেয়ে ওঠো তুমি শত অভিমানে
   দূর হোক আজ বুকের জ্বালা
    পড়বে তুমি জুঁইয়ের মালা
    অন্তরে তুমি রেখেছো যারে
সেও তোমাকে দেখে বারে বারে।
                                
                            
এই পূর্ণ তিথিতে এই কবিতাটি আমার সেই "সই" কে দিলাম।


       **************
          ***********
             ********
                 *****