টিয়ার ঠোঁটে কৃষ্ণ নাম
                  শম্পা ঘোষ


        লিখছো তুমি লিখছি আমি
         সবাই নিজে ব্যস্ত আজ
       লিখতে গিয়ে বিভোর এতই
       ভুলেই গেছি আসল কাজ।


        লুকোচুরি খেলছে দেখি
          মাথার ভিতর শব্দরা
      কোনটা নেবো যেই না ভাবি
         অন্য এসে দেয় তাড়া।


       বুনতে থাকি কথার মালা
         যা দেখি আর কল্পনা
      ভাবের সাথে আবেগ দিয়ে
          কত রকম জল্পনা।


       ফুলের মত পড়ছে ঝরে
        নাড়া দিলে গাছটারে
        ফুল নয়গো শব্দ ওটা
       লাগতে পারে দরকারে।


     কি যে ভালো লাগছে বলো
      লিখেই ফেলি দম নিয়ে
      মনের ভিতর টিয়া দেখি
      বাজায় বসে শিস দিয়ে।


     কোন গাছেতে বসবে পাখি
     কে দেবে গো শিসের দাম
      আর ভাবি না ও সব কথা
       গেয়েই চলি কৃষ্ণ নাম।


         ***********
           *********
              ******
                !!!!!!
                  !!!
                   *