টিয়ার ঠোঁটে সত্য ঝরে
             শম্পা ঘোষ


কবির পেটে ভীষণ খিদে
         সে টিয়ার মুখের শব্দ লুটে
     খাল বিল সে চষছে ঠিকই
             তার চোখ চলে যায় টিয়ার ঠোঁটে।


ঠোঁটের ডগায় যা ঝরে তা
            সবটুকু যে সত্য ঘিরে
     তাই তো টিয়া বসে ডালে
                        দেখতে পায় সে বহুদূরে।


বহুদূরে কারা যেনো
            গান ধরেছে তারই ছাঁচে
       নকল সুরে নকল ভাবে
                     মুখ লুকালো আয়নার কাঁচে।


কাঁচ যে বড় ভঙ্গুর তাই
           ঠোকা লাগলে যাবে ভেঙ্গে
      ভয় পেয়ে যায় প্রতিচ্ছায়া
                         করুণ চোখে দোয়া মাঙ্গে।


মাঙ্গতে গিয়ে দ্বিধায় পরে
                আমি যে কবির রাজা
    ছোট্ট টিয়া বললো তাকে
                       অহং তোমাকে দেবে সাজা।


সাজা পাওয়ার নামটি শুনে
         পিছিয়ে গেলো কয়েকটি পা
     টিয়া বললো আর বকিস না
                        তুই যে এখন বড্ড খ্যাপা।


খ্যাপা সেজে সাধনা করে
               টিয়া জানে অনেক আগে
        তাই তো টিয়া শিসটি দিয়ে
                            গান ধরেছে উচ্চ রাগে।


রাগের মাঝে "কাফী ঠাটে"
              আসর জমায় রোজ প্রভাতে
        টিয়া এখন গানে বিভোর
                   তার ভাবনা আছে তারই সাথে।


                 **************
                       ********
                            ***
                              !
"৮-৬-২০"