তোমাকেই আঁকড়ে ধরি
শম্পা ঘোষ
না বলা কথারা কেনো যে খাতা খোঁজে?
ওই যে মুক্তি চায় ওরাও যে বোঝে।
কত অস্থিরতা বাতাসের মত গতি,
কিছু স্বপ্ন গড়ে উজ্জ্বলময় জ্যোতি।
ঝর্ণা ধারায় বয়ে চলে কুলকুল,
অবাধ্য নুড়িরা জোট বাঁধে প্রতিকূল।
বৃক্ষ,লতায় ভরে ওঠে বারবার,
কোথা থেকে হলো উৎস খুঁজি না আর?
রক্ষণশীল মননে ব্যস্ত গ্রন্থমালা,
অজান্তে কখন দিয়ে দেয় দেখি তালা।
নতুন রচনায় পাঠশালা খুলে বসি,
বাক্যে বাক্যে কষাকষি আর ঘষি।
খাতা খুলে দেখি পরীক্ষার এ কি ফল?
মুখ বুজে রই মুছে ফেলি চোখে জল।
কখনো কথারা বোবা হয়েও মুখ খোলে,
তাইতো খাতায় কলমের কালি গলে।
কথার কথারা জায়গা খোঁজে রোজ,
বন্ধু তুমি সইবে কি এর বোঝ?
প্রাণহীন এই ছোট্ট সাদা খাতা,
তোমার বুকে রইল গোপন কথা।
ধন্যবাদ তোমাকেই দিয়ে গেলাম,
হালকা হওয়ার আশ্রয়টুকু পেলাম।
কৃতজ্ঞতার বন্ধনে বাঁধা পড়ি,
সদাই তোমাকেই আঁকড়েই ধরি।
মজুত রইল না- বলা কথারা,
ওদের তুমি দিও গো পাহারা।
********
*****
"৬-১০-২০"
জ্ঞানবান জীবনবোধ প্রকাশে মুগ্ধ প্রিয় কবি দিদি। শুভরাত্রী।
প্রিয় কবি, অসাধারণ কবিতাটি পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম।
মনের ভেতর চুপ কথারা
বন্দি হয়েই থাকে,
বুক ফাটে তাও মুখ খোলে না
শুধুই অশ্রু ঝরে।
নীরব চোখের ভাষার টানে
উথালপাতাল ডিঙি,
সেই ডিঙিকেই আঁকড়ে ধরে
ঢেউ এর পাহাড় ভাঙি।
শুভেচ্ছা নিরন্তর জানাই প্রিয় কবিবোনকে।
রক্ষণশীল মননে ব্যস্ত গ্রন্থমালা...। চমৎকার। হার্দিক শুভেচ্ছা রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
কথা রা বোবা হয়েও, মুখ ফসকে বেরিয়ে পড়ে, আবার ভয়ও লাগে। সেটা পরিতাপের বিষয় বটে।কিন্তু কিছু কথা ভালো বন্ধু থাকলে অকপটে বলাও যায়।
হ্যাঁ আমি সখী হয়ে সেই না বলার কথার খাতাটি যত্নে রেখে দেব বুকের মাঝে।
ভীষণ ভালো লিখেছ!!
ভালো থাক সখী আমার।
অনেক অনেক ভালোবাসা রেখে গেলাম, শ্রীপঞ্চমীর শুভেচ্ছার সাথে।
অন্ত্যমিলের দারুন ছন্দে তুলে ধরলেন
জীবনবোঘের অনন্য কাব্যসুধা।
রেখে গেলাম মুগ্ধতা।
অনেক-অনেক শুভ কামনা রইল প্রিয় কবি।
অসাধারণ প্রকাশ!
অসাধারণ জীবনবোধের কবিতার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কবি। ভালো থাকবেন সদা সর্বদা। আর সুন্দর সুন্দর কবিতা উপহার দেবেন। ধন্যবাদ।।
মজুত রইলো না বলা কথারা
ওদের তুমি দিও গো পাহাড়া!.
অনবদ্য প্রকাশ।
চমৎকার লিখেছেন কবি।
ধন্যবাদ
অসাধারণ। প্রতিটি পংক্তিই সুন্দর এবং অনেক দরদ দিয়ে লেখা।
অনেক অনেক অভিনন্দন ও শুভ সকাল, প্রিয় কবি।
অসাধারণ লিখেছেন।
কবি একদম অসাধারণ লিখেছেন খুবই ভালো লাগলো ধন্যবাদ।
সুন্দর কাব্যিক নিবেদন প্রিয় কবি!
কবিতার গহ্বরে এক অস্ফুট ব্যথা অনুভব করলাম
যেখানে কথারা বহ্নিমান
অথচ বদন রেখেছে কতো শান্ত!
মুগ্ধতা ও ভালোলাগা রাখলাম শতভাগ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত!
দারুণ আবেগঘন জীবনমুখী ভাবনার চমৎকার কবিতা, ভাল লাগলো ; শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অপূর্ব ! অপূর্ব ! জীবনের চাওয়া -পাওয়া , মুগ্ধ ।
কথার জালে কত সুন্দরে তার ব্যাখ্যা -কাব্যরূপ ।
সুপ্রভাত , প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে শুভকামনা জানাই, ভাল থেক সদা ।
জীবনবোধের গভীরতায় রচিত আপনার অনন্য কাব্যশৈলী মুগ্ধ করলো আমায়।
সতত শুভেচ্ছা প্রিয় কবি।
জীবন বোধের অসম্ভব সুন্দর একটা কবিতা। দারুণ হয়েছে। অসংখ্য অভিবাদন।
সাবলীল ছন্দে মনোরম কবিতা...
সুলেখা***
প্রিয় কবি বন্ধু,
চমৎকার জীবনবোধের আঁকি উঁকি সুন্দর কথা মালায় ফুটিয়ে তুলেছেন বন্ধু
পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা রইল।