তোমার ডাগর চোখে বাঁচিয়ে রেখো
                        শম্পা ঘোষ


                সবই তো দেখানো-
                    এমন কি লেখারাও
  বলোনা কবি,তোমার সুপ্ত মনের বাসনারা
কেনো কলকলিয়ে ওঠে...
              ওই যে তুমি পড়বে বলে-
আমার উষ্ণতা,আমার রুক্ষতা,আমার দৈন্যতা,আমার মৌনতা
               সবই তো ভালোবাসার দরিয়ায় ভাসিয়ে দিতে চাই,
             তারা প্রাণ পাক নতুনভাবে নতুন দৃষ্টি নিয়ে
তোমার ডাগর চোখে...হয়তো কথা বলবো তোমার দোপাটি ঠোঁটে...


          তোমার মুগ্ধতাই তো আমাকে বাঁচিয়ে রাখে
এক অতৃপ্ত পিপাসার টানে...সুখ,দুংখ,ভালোলাগা,ভালোবাসা
পারিজাত হয়ে ফুটে ওঠে মনের বাগানে...সেই গন্ধটুকু শুধু
            বিলিয়ে দিতে চাই তুমি প্রাণভরে নেবে বলে...
সেই বন্ধনে রেখো গো আগলে...


সেই স্বাধীনতা দিয়েছো বলেই তো আমি
        জেগে উঠি বারবার...
কখনো ধানের শীষে,
কখনো তোমার চুলের কাঁটায়,
          কখনো ভাঙ্গা বেড়ায়,
                     কখনো পাহাড় চূড়ায়...
তুমি দেখবে বলেই তো আমার এই নবারুণ সাজ
          শিল্পীমনের এই এত আহ্লাদ
              চিত্রকল্পে মিলেমিশে হয় একাকার...


আর কি দেখতে চাও বলো-
      আমি খুলেই রেখেছি
         আমার এই মনের দ্বার...


শ্বাস নিতে চাই তোমার আদরে,
          শান্তি নেবো তোমার হাসিতে,
শুধু বেঁচে থাকতে চাই
              শুধু বেঁচে থাকতে চাই
   তোমার চোখের গভীরে
                         আর একবার।


     *******************
         ***************
            ************
                ********
                    ****
                      !!!