------------------------------------------------------//--
মনের জানালায় তাকিয়ে দেখি,
কে সে নাম হারানো বেদনা নিয়ে.!
মেঘকালো আঁধার কালো পথে,
নতুন প্রদীপালোকে দাঁড়িয়ে আছে।
তাকিয়ে দেখি এ কোন কালশশী,
চোখ মুদে ভাবি কৃষ্ণমনে রঙ ধরেছে বুঝি-
মন ময়ূরীর অচেনা রঙিন বাটে,
এই শহর প্রান্তর,
নেই যেখানে কারো অন্তর।
তবু তাকিয়ে দেখি-
হাসি,গানে সেই হয়ে উঠে জীবন্ত।


মনে হয় ইন্দ্রধনু রাঙিয়েছে তারে,
কোটি প্রাণের এই শহরে।
কে যেন পূবালী বাতাস হয়ে নাড়া দিল-
মনের জানালা আজন্ম বুভুক্ষ অন্তরে,
বলল আমায় রাখিস খুলে তোর মনের দুয়ার।
কি করে বোঝাই তাকে,
দুঃখ এখন শিকড় গেড়েছে আমার এই অন্তরে।


মেঘলা দিনে রিমঝিম বৃষ্টি এল-
তবুও অন্তরটা অগ্নিগিরির মত রয়েই গেল,
আমি এখন শুধু বৃষ্টি খুঁজি,
শুধু প্রবল বৃষ্টি খুঁজি।


গোলাক ধাঁধায় তাইতো,
মনের জানালা ধরে তাকিয়েই থাকি।
________________________________________________
'মিনহাজ মিজান'
০২/০৪/২০১৫ ইং