--------------------------------------------------------------//
নদী ও নারী এখন আর ভাবায় না,
ধর্ষিতার কান্না অশ্রু হয়ে ঝড়েনা।


ধর্ষকের বীর্য এখনো কথা বলে,
সেই আগেরি মতো,
তবে বদলেছে অনেক কিছুই-
যেমন ধরুন না,
কলঙ্কের দাগ মেশাতে প্রসাধনীর ব্যাবহার বেড়েছে, প্রযুক্তি এসেছে,
সতীত্বের ব্যাবসাটাও দিব্যি বাড়ছে।

বিলবোর্ডে নতুন মন্ত্রে-
পুরনো ব্যাবসার জমজমাট প্রচরণা হচ্ছে।
প্রতিস্থাপন প্রক্রিয়ার পর সুশীল সমাজবিধি-
আদর্শ রমনীর ট্রায়াল নাইট ক্লাবের প্রোগামে ।


বেশ ভালোই,মোহনায় মিলনের পরও জল এখনও বিশুদ্ধ-
প্রশ্ন একটাই জলের অবস্থা যখন এরূপ তখন-
জলে শুদ্ধ হবে কিভাবে গাত্রচর্ম .?


গনিকালয়ে নব্য সাইনবোর্ড-
সুশীল মহিলা হোস্টেল।
মধুচক্রে নানা বয়সী মৌমাছির হানার পরও-
ফুল নাকি পবিত্র মহা পবিত্র.?


প্রতিদিনের পূর্ণ স্নানে জলে ধুয়ে যায় কলঙ্ক-
এটাই এখন মস্ত ভাবনার ।


ইতিহাসের ফানুসে রক্তের কালচে দাগ-
এখনো টর্ণেডো আনে।
রক্তক্ষয়ী অন্তদ্বন্দে গৌরব রবিও প্রায় অস্তমিত হয়েছে-
প্রয়োজন মহাকাশের জ্যোতিষ্কের মত কোন একজনের।


লক্ষ বর্ষারাত কাটিয়ে এখনও
উড়ন্ত মন বিরহী বিহঙ্গের মত-
রোজ নতুন-নতুন সুর ধরে শুদ্ধ'জলের' কথা বলে ।


আমি চেয়ে থাকি আর একটা উজ্বল বিরহী বিহঙ্গের পথ চেয়ে-
যে হেরে গেছে আমারি মত, জীবন পথে-
তবুও চেষ্টা করছে গাত্রের পবিত্রতা রক্ষার্থে।


------------------------------------------------------------------//=
'মিনহাজ মিজান'
৩০-০৩-২০১৫ ইং