<<<<<<<<<<<<<♥♥>>>>>>>>>>>>>>
আজকাল নিজেকে বস্ত্রের রং-য়ের মত মনে হয়,
সূর্যের প্রকাশে রং যেমন ফ্যাকাশেহয়,
আমার অস্তিত্বও ধীরেধীরে ফ্যাকাশে হয়ে যায়।
এভাবে বস্ত্রের মত আমিও একদিন____________।


নিরাবেগের বুকে আবেগের বৃষ্টি ঝড়ে,
পোড়ামাটি কাঁদামাটির পিছুটানে থাকি পড়ে-
যদিও জানি পথের বাঁকেই খুঁজতে হবে-পথের ঠিকানা,
পথেই পাব আমি পথের নিশানা।


সপ্তগুনের সম্পদে সম্পদহারা কিনা.?আমি নিজেও জানিনা.!
আমি মুক্ত পথের মুক্ত পাখি-
বন্দি হয়েই তৃপ্তি খুঁজি.!
একের মাঝে দুইকে রাখি,
আঁধার মাঝে আলো খুঁজি-
আলোর পথেই মুক্তি দেখি।
__________________________________________
'মিনহাজ মিজান'
১২/০৩/২০১৪ ইং