____________________________________________
জানি না কে আমায়,রোজ ডাকে.?
বলে বন্ধু সামান্য সময় কি হবে___
কিছু কথা বলতাম অতি সংগোপনে.!
তারপর আবছা আলোয় কাকের ডাকে,
ঘুম ভেঙে যায়___
আমি চর্তুদিকে সন্ধান করি, আচ্ছা কে ডাকে এই রাতে .?
ভাবি  এ হয়ত স্বপ্নঘোর, কিংবা ঘুম শেষের মায়াবি বিভ্রম;
ভুল ভাঙে আমার, আরেকটি নতুন বুড়ো রাত্রির সমাপ্তিতে;
চিরচেনা সেই ডাক ফের ধ্বণি-ত হয় এ দুটি কর্ণ যুগলে;
চিৎকার করে বলি,  আচ্ছা বলোতো সত্যি কে তুমি.?
বাতাসে মিলিয়ে যায় ধ্বণি, উত্তর মেলে খুঁজে দেখ পাবে;
দূর নীলাকাশের গায়, নতুবা মাটির নিচে গহীন অন্ধকারে ;
শুধু জেনে রাখো, আমি বন্ধু, আমি সাথী,
আমি তোমারই প্রতিচ্ছবি, সময় শেষে অস্তরাগের বাঁশি,
অনাকাঙ্ক্ষিত আগামীর, কাঙ্ক্ষিত পরিণতি।
কিছু বুঝতে না বুঝতেই,  আবারো পুরনো সে ধ্বণি;
সামান্য সময় হবে কি বন্ধু, তোমার___
আমার শেষ কিছু কথা ছিল  বলবার.!
তারপর ফের ভোরের শিশিরে লুকোচুরি নীড়ে
ছেঁড়াখোঁড়া ডায়েরির ভাঁজে দেখ আমায় পাবে খুঁজে.!
আমি সেই চিরচেনা, বিষাদিত সমাপ্তির চিরন্তনী ঠিকানা ।।  
__________________________________________
'মিনহাজ মিজান'
২১/১১/২০১৪ ইং