______________ [০৩] _________________
সবুজ পৃথিবীর বুকে গুপ্ত সমুদ্র____
দ্বীপে দ্বীপে বিষ্ফোরণ লুকোচুরি,
ক্ষণাপ্রভা বসন্তে রাঙে দিগন্ত_____
অতঃপর আষাঢ়ে গন্ধ বিলায় কদম্ব ।


ছড়িয়ে থাকা কিছু বকুল প্রীতি____
নরম দূর্বাদল শ্যামে নগ্নপদে_____
ভোরের সাথে সাথেই উন্মাদ মাদকতা,
একটি স্বপ্ন-মেঘালয়ে উড়ে বেড়ানো।


বন্ধুত্ব হৃদয় নীলাকাশে বাঁধা বিধু মুখে_____
ক্ষণপ্রভা চমকি-চমকিত মুক্তো প্রদীপে____
উপচে পড়া জল ঝর্ণার মত ঝিরঝির_____
পৃথিবী পথ হয়তো সংকীর্ণ, তবো নহে তা কুণ্ঠিত ।


সাধিত পথ একে বেঁকে চলে যায়______
দূর বহুদূরে নিকটবতির্তা প্রভা মাঝে,
অচেনা সকালে দোরখোলে  চেনা ভালবাসা_______
তবু ফন্দি আঁকে মনো-চোরা, মেঘালয়ে  ।
_____________________________________________
'মিনহাজ মিজান'
১৯/০৫/২০১৫ ইং