_____________________________//
চারিদিকে এখন মৃত্যুর গন্ধ,
বুনো হিংস্রতার নখ-দন্তে রক্তবিন্দুর
হতশায় আকস্মিক জল নাবে,
আমাদের অন্তিম অনন্তের পথে।
যেখানে রচিত হয়েছিল ইতিহাস,
হয়ত পুনারাবৃত্তির আশে,
ভুঁইফোড়েরা অসীম শক্তিশালী হয়ে ফিরেছে,
পদ্মপাতায় তাইতো আজো রক্তবিন্দু ভাসে ।
আমি এটাই বলছিলাম হ্যাঁ এটাই,
চারিদিকের বাতাসে এখনে মৃত্যুর গন্ধ,
তোমরা চেচিয়ে বললে অসম্বভ এ অসম্ভব.!
অসম্ভব নয় এপারের আকাশে যে এখন ধূসর চাঁদ।
আমরা ভিক্ষা করতে পারিনা আমরা পারিনা,
আমাদের যে আছে সূর্যের তাজা স্মৃতি।
চিন্তায় ফিরে আসে বারংবার তারা ,
বর্বর পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গেছিল যারা ।
এখন আমরা আর তিক্ততা চাইনা,
বিভ্রান্ত আমরা-অনুভব করি,
আঁধারেও পায়ের আঘাতে আঘাতে ভাঙতে পারি সকল তালা।
_________________________________________
'মিনহাজ মিজান'