একেক সময় ইচ্ছে জাগে ,
এভাবেই নিসঙ্গতার____
একালা বাতাসে ভেসে যাই
অতঃপর ব্যাস্ত পায়ে কোথায় চলেছি.?
উদাসীন কিশোরের হাতে ঝুমকোলতা---
সেই সুখে আকাঙ্ক্ষার প্রশ্ন.?
অবুঝ সমীকরণের ধূসর স্বপ্ন
এখন প্রেম খুঁজি না আর ।
করিনা স্মৃতিকথায় আবেগের চাষাবাদ,
ছুটে চলি ছুটেই চলি ব্যাস্ত পায়,
বিদায় বেলায় বৃষ্টি নামে,
মহুর্তের স্তব্ধতার আত্নবিলাপে,
হেঁটে চলি, হেঁটেই চলছি
ব্যাস্ত ও'দুটি পায় ।