আমি রোজ-রোজ মরি
মরেও মরি'না আমি।
মৃতের মত পড়ে থাকি
মোহিত এ নগরীর বুকে।
বেঁচে থেকে-ও
রোজ রোজ মরি আমি ।
হায় ঈশ্বর. !
আমি সুখেও  মরি দুখে-ও মরি।
এভাবে-ই কি.?
রোজ মরে মরে বাঁচব আমি।
প্রতিটা সকাল-ই কি আমার.?
অসহ্য বেদনায় নুয়ে পড়বে,
ঝড়ে পড়া বনলতার মতন ।
আর কতকাল এমন করে,
নিরব চেয়ে থাকব এই আমি.!
কখনো বা পথের কুকুরের মতন
কিছু খুঁজব খুঁজতেই থাকব।
আমি তো মানুষ কাকতাড়ুয়া নই,
যে শুধু দাঁড়িয়ে-ই থাকব।
শুধু দাঁড়িয়ে-ই থাকব।
নীরব হয়ে সবকিছু দেখব,
শুধু আমি দেখে-ই যাব.!
সান্ধ্য মগ্নপ্রায় হয়ে, রব প্রতিটা-ক্ষণ।
কখনো'বা কচ্ছপ হয়ে
বসন্তে-র কথা বলব।
কিংবা নীলাভ শূন্যতা নিয়ে পড়ে থাকব ।
বিষণ্ণ কুয়াশার ভীরে খুঁজে-ই চলব,
হয়ত অনন্তকাল যা আছে অগোচর .!


এভাবেই কি খুঁজব আমি.?
হায় ঈশ্বর.!
দুঃস্বপ্নের এই বিষাদিত নগরে,
আমি কখোনই কি সুখেরর দেখা পাবোনা.?
শুধু-ই কি.?
শীতল আতঙ্কেই ক্ষণ কাটেবে আমার।
অশান্ত তবু অশান্ত এ মন
'কাকে' জানি না খোঁজে---.?
আমি পথ চলি, চলতে চলতেই ভাবি,
কখনো-ও কি হবেনা.?
আমার এই নির্বাক দুঃখের ইতি।
_________________________________________________
'মিনহাজ মিজান'
২৫/১১/২০১৫ ইং