পাখি উড়ে উড়ে
অচেনা পাখির ভীরে
উড়ে বহুদুরে যায় ।
ভাবি স্বপ্ন বুকে
থাকবে রাজার সুখে
অতীত ছেড়ে সে পালায় ।
ওপারে আশার দীপ
এপারে এখনো পাখি
তাই আধারে উড়িছে একা ।
আধো ভেসে বনে উড়ে
আঞ্জান সুখ পুরে
যা দেবে; দেবেই দেখা ।


কতনা অচেনা মুখ
দিতে আসে বৃথা সুখ ;
পাখি  লইবে তা কেমনে ?
যে বেলা কাটায়ে সে
ভিড়েছে এথা শেষে ,
কেমনে রইবে তা বিহনে ?
নতুন বনেতে নাকি
ফলমূল কত কি
সুমিষ্ট নদী জল ফ্রি ।
সেখানে গিয়ে পাখি
কেশর লাগাবে গলায় ;
সিংহের মত হবে শ্রী ।
ফিরবে যখন ঘরে
তারে পাখি কহে !

সাধ্য কার ?
রাজা সে হবেই বিশাল স্বপ্ন যার ।


গহীনে বাজে
“সঙ্গি বিনা যাই কি থাকা
    একা বনে
মনে যে চাই কইতাম কথা
ও পাখি তর সনে”
পাখি এখনো উড়ে উড়ে
স্বপ্নের জাল বুনে
অচেনা পাখিকে নিয়ে ,
চেনা চেনা লাগে যারে ।
পাখির এখন
“তুমি প্রিয়া যত বড়, স্বপ্ন তত বড় না
চল উড়ি একসাথে ডানায় ডানা রাখনা ।”