বিস্তীর্ণ মরুভূমিতে একটি প্রস্তরে ;
স্তরীভূত বায়ু থেকে
জলীয় স্পন্দনে যখন
নব প্রাণেরা জাগে -


গভীর সাগরে ছোঁয়া হীন
কল্পলোকে কল্পনার অতীত
বাস্তবায়নে যখন ; বিস্তীর্ণ হারিয়ে
যাওয়া সভ্যতা জাগে -


কালবেলায় ন্যুজ প্রতিটা
মহীরুহ ; পর দাদার বয়সী,
যাদের আয়ু শেষ ;
ভাবী খাবে তারাও যবে চাই,
বা সত্যি জাগে -


ট্রান্সপোর্টে শত প্রাণ বলিদানে
ছুটে চলি নিরবধি; চিকিৎসা মহাবিদ্যালয়
বহুদিন নিবাসি;যখন আলয়
সেখানেও খাই দাই
আরেক জীবন জাগে -


হে সম্ভাবনাময় কলি
কেন তবে তুমি জাগবে না ?  
ফুটবে না , গাইবে না মৃদু
সমীরণ বাঁয় , প্রভাত মন্ত্রণা ।