আমি কোন কবি বা বিজ্ঞানি হতে চাই না


আমি কৃতজ্ঞ হতে চাই ,


তাই এ দেশকে ভালবাসি ; ভালবাসতে চাই;


আমি এ সমাজের সৃষ্টি -সমাজের সন্তান;আমি


নিজেকে ভালবাসি -নিজের শান্তি চাই –আমার


শান্তি তখনি হবে যখন সমাজে শান্তি বিরাজ করবে;


আমরা যারা সমাজের প্রতিনিধি আমরাই পারি সমাজটাকে বদলে দিতে।


এ আবার কি কথা।


এ সমাজে আপনি আমি বড় হয়েছি ।


বসবাস করছি।


ভালই আছি ।


আমি বাস্তবতার সাক্ষী ।


আমরা সবাই।আমি বলব আমরা ভালো নেই।


তা আপনিও জানেন।


ভালই আর ভাল এক কথা না।কাজের কথায় আসি।


সমাজ বদলাতে হলে হবে আমি বলছি আমাদের আর সচেতন হতে হবে।


সমাজে সামাজিক মানবতা বজায় রেখে আর মানবিক হতে হবে।


আরে চাইলেই কি নিজেকে বদলান জাই।আমিও জানি যায় না একদিনে- যায় বহুদিনে।


একটু  একটু করে।


প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।


নিজের সন্তানকে একটু ভাল- আমার চেয়ে ভাল পরিবেশ দিতে অগ্রসর হই।


আমাদের ভাল মূল্য বোধের তারাই তো ফসল।


যারা এইটুক নিশ্চয়তা দিতে পারবেন না-সন্তাঙ্কে সবাই ভালবাসেন


কিন্তু যারা তার পরিবশকে ভালবাসতে জানেন না-


যারা স্বামী স্ত্রীর প্রেমের আদর্শ না হওন অন্তত ন্যূন মান রাখতে পারবেন না –


তাঁদের পায়ে ধরার যোগ্য তাড়া নন-


তাঁদের সতরক করে বলি আপনারা পরবরতি প্রজন্মের জন্য যদি কিছু ভাল করতে চান


তো সন্তান –হে সন্তান নেয়ার কথা মুখেও আনবেন না-


কেননা আপনারা তার যোগ্য নন।


আপনাদের কাছে আকুতি আপনারা এই বিশাল ত্যাগ আপনার আশ্রয়দাতার মঙ্গলের জন্য কুরবানি


করুন।


সমাজ কাতর হয়ে আছে।