ডেকে যাই বারে বারে বোবা শব্দহীন
সে ডাক শূন্যের মঝে হয় যে বিলীন।
পৌছেনা ডাক কারো কর্ণ কুহরে,
নচেৎ যায় দলে অবজ্ঞা ভরে।
আশার পুষ্পদল আর তো ফোটেনা,
বসন্তের সমীরন সে তো দোলা দেয়না।


কেন এলে তুমি হে ক্ষনিকের অতিথি,
ধাঁধিলে নয়ন যুগল মেলে আলোর দীপ্তি।
ফের মিলে গেলে ঘোর অন্ধকারে,
তমসাবৃত  শুণ্যে হাতড়িয়ে ফেরে।
চোরাবালি হয়ে এলে সৈকত মাঝে
পলকে অদৃশ্য সমুদ্র রাজে।
চলেই যদি যাবে কেন ধরা দিলে?
খেদ শুধু এই মনে বিশ্বাস গেল টলে।
কায়মনোবাক্যে চাই পিছন ফিরে না দেখো।
যেখানেই থাকো তুমি ভাল থেকো।।