আমি মহাপরাক্রমশালী শয়তান।
ভুমন্ডলে মোর সম আছে কোন বলীয়ান?
তোমরা আসল শয়তানর দল বলছো
আমি নাকি অভিশপ্ত।
আছে মাথায় ঘিলু তোদের?
সকল ক্ষমতা আমার রপ্ত।
আমি ছিলাম আমার রবের শীর্ষ সেনাপতি
আজো আমি শীর্ষেই আছি সহ-বিশ্বপতি।
আমার হয়েছে পদোন্নতি বুঝলে মগজবন্দী?
অধিনস্ত থেকে হলাম তার সম প্রতিদ্বন্দ্বী।
যা কিছু কল্যান সব রবের ই যদি কীর্তি
অকল্যানের ভাগী করে আমায় দাও স্বীকৃতি।
তার ইশারা বিনে এই দুনিয়ায় ঘটে কোন কর্ম?
আমায় সে গড়েছে তাহার দোষ চাপানোর বর্ম।।
বিশ্ব চরাচরে কোন সৃজনে  নেই তার হাত,
অনাসৃষ্টি তেও তার বা আমার নেই মোলাকাত।
তোমরা মানুষ সৎ কর্মগুনে কেউ হয়ে উঠো ভগবান।
আবার অপকর্মে ধান্দাবাজিতে হয়ে যাও শয়তান।।