এই ধরাধামে 'বাঙ্গাল' এক মাত্র জাতিসত্বা,
নাম শুনে তামাম মানব কুলের কাঁপে অন্তরাত্মা।
ছলনা আর অভিনয়ে এরা নিখুঁত আর সুনিপুণ।
বুঝতে পারে এদের মন কার আছে এমন গুন?
এরা কৃতিম হেসে ঢুকবে এসে, পরম বন্ধুবেশে।
বুঝতেই পাবেনা কত বিষ এরা, ঝাড়বে অবশেষে।
একাত্মারূপে মিশে যাবে সাথে,
থাকবে ঘাপটি মেরে।
সময় সুযোগ মত ঝাড়বে বিষ যত,
স্বরূপে আসবে তেড়ে।
এই নিখিলে, কোথায় দেখিলে,
এমন বর্ণচোরা জ্ঞ্যাতি?
আছে কি কোথাও এমন দ্বিমুখী
ভিন্ন কোন জাতি?
তামাম মানব কুলে, সভ্য আর অসভ্যে,  
অন্তর বাহির সম আচারি।
একমাত্র জাতি এই বঙ্গ প্রজাতি,
প্রকাশে মননে দ্বিচারি।
এহেন চরিতমানস প্রত্যক্ষ করে,
স্বজাতির জন্য হয় দুঃখ।
এদের দেখে বর্ণচোরা সরীসৃপ ও
লজ্জায় লুকায় মুখ।।
©✍️ কাজী/ ১৬ই ফেব্রুয়ারি ২০২২ ইং