প্রকৃতির এমনি অপার বিধান,
কালো তে যাহা  বিদ্যমান,
সাদা মাঝে তার অনুপস্থিতি
কালোকে করিয়াছে মহীয়ান।


সাদার উপর কালো যতটা না সাজে,
কালোর মাঝে সাদা ঝলকিয়ে রাজে।
আঁধার আছে বলে আলো সর্ব গ্রাহ্য,
একক উপস্থিতিতে সে চরম অসহ্য।


শান্তিতে ক্লান্তিতে মুদে আঁখি চায় কালো,
নিদ্রায় প্রশান্তিতে সেই তো লাগে ভালো।