ধীরে ধীরে সচল পায়ে
আসছে ধেয়ে অন্ধকার।
সময় বয়ে যাচ্ছে ক্ষয়ে
প্রগতির জয় জয়কার।
তমসাবৃত কালো রাত
অতি সন্নিকটে,
নেই নেই রক্ষে নেই
প্রলয় আসছে বটে।
বুদ্ধিভ্রষ্ট সর্বনিকৃষ্ট
ভন্ড আর পাপীষ্ঠ,
আসছে তেড়ে পায়ে মেড়ে
সকল ন্যায়নিষ্ঠ।
এ কি দেখেছো দানবের রূপ
কিয়ৎকাল পর দেখবে স্বরূপ।
মাথায় পঁচন ধরেছে সবে,
সর্বাঙ্গ বিষে ছেয়ে যাবে।
উন্মাদের রাজত্ব আসছে সবে
বুদ্ধি বিবেকের নির্বাসন হবে।
ওরে সুবোধ, ওরে অবোধ
পালারে পালা নিয়ে তোর বোধ।
সবই গেছে আজ নষ্টদের কাছে,
মোহের বিষে বিবেক পঁচে গেছে।
পালারে পালা প্রাণ নিয়ে পালা
যত কবি, লেখক আর সাধক বাউলা