বাড়ছে মানুষ, বাড়ছে ভবন,
বাড়ছে রাস্তা-নালা।
পথিমধ্যে মুত্রাবেগে
যাবি কোথায় শালা?
নেই শৌচাগার যত্রতত্র,
বিসর্জিতে আপন মুত্র।
নালায় সারবি? সুযোগ কোথায়?
সভ্য ললনা আছে দাঁড়িয়ে
সামনের ফ্ল্যাটের বারান্দায়।
এ যেন কিডনীর শক্তি পরীক্ষা,
কতকাল এভাবে পাবে রক্ষা?
এবার টের পাবি শালা
নারীর কেমন দুর্গতি।
হবে কি কভু নাগরিক কল্যানে
নগর পিতার সুমতি?