গীতি কবিতা


মন হাসে - ফুর ফুরে - স্বপ্নদোলে।
সে যে নাচে - বারে বারে - হেলেদুলে।(২)


কখনো আপন মনে - ছোটে অতীত স্মরনে,
কখনো উল্লসিত - আহ্লাদিত - প্রেম বরনে,
কখনো পুলকিত - বিমোহিত - মরমে,
কখনো বিচলিত - উৎকন্ঠিত - মন মরনে,
তাইতো আশাহত মর্মাহত বাস্তবতার দোলাচলে।
মন হাসে - ফুর ফুরে - স্বপ্নদোলে।
সে যে নাচে - বারে বারে - হেলেদুলে।(২)


এখন হল চেতন - মনে বেদন - বিষাদভরে,
এখন ভাবছি বসে - এলোকেশে - অতীত স্মরে,
বেলা গেছে বয়ে - আপন লয়ে - সকাশে,
বুঝেছে এ'মন - আসিছে সমন - প্রকাশ্যে,
সেইতো সময় গেল বিফল হল চিত্ত ভবঘুরে।


মন হাসে - ফুর ফুরে - স্বপ্নদোলে।
সে যে নাচে - বারে বারে - হেলেদুলে।
মন হাসে- ফুর ফুরে - স্বপ্নদোলে....................!!