ভোরের স্তব্ধ ধরনীর তৃনরাজি
শিশিরে সিক্ত।
রবি কিরন তাতে জাগায় শিহরণ
মাত্রা অতিরিক্ত।
উষ্ণতায় ঝর ঝরে হয় ভেঙ্গে
আড় মোড়া।
পূর্বাহ্নে কর্ম বিচ্ছেদ হলেও
অপরাহ্নে লাগবে জোড়া।
এটাই ভালবাসার রসায়ন।
ক্ষনে ব্যাথাতুর ক্ষনে শিহরণ।


শিশির তো রঙ বর্ণ অস্তিত্বহীন।
অস্তিত্বহীন জনম তার ধরায় বিলীন।
বিন্ধু বিন্দু কণা তার প্রকাশে স্বরূপ।
কানন মাঝে কুসুম সাজে একি অপরূপ।
বিন্দুহীন শিশির কেবলি শূণ্য,
হিমশীতল বাতাস তার জন্মান্তরের পূণ্য।
বিন্দুমাঝে টিকে আছে শিশিরের প্রাণ।
সেই তো করেছে ধরায় অপার মহীয়ান।