অবগাহনে বুঝিলাম আজি,
জোৎস্নার মায়াবী আলো মাঝে।
সে তো ধরিত্রিতে নামার আগেই
বন্দী পবন রাজে।
মুগ্ধ নয়ন অবলোকনে
বিষাদগ্রস্থ মন অবচেতনে।
জড়িয়ে একক দখলদারিত্বে
ভাবছে আছে আপন রাজত্বে।
চাঁদের মহিমা সে সার্বজনীন,
কেন হবে তুমি একেতে বিলীন।
নিশিথে গগনে তোমার স্বরাজ,
ধরিত্রির কাছে তুমি রাজাধিরাজ।