ওহে চাঁদ তুমি অপরূপা নিশীথ গগনে,
কত কোমল প্রান গায় গান তোমার সনে।
অহংকারে ভরে বুক হও গরবিনী।
তার আভায় হয়ে উঠ তুমি সুহাসিনী।
ব্যাকুল প্রান আনচান একটু ছোঁয়া পেতে।
অসম্ভব আশে চিত্ত হাসে পর মহুর্তে।
প্রজাপতি অতি সুন্দর যখন উড়ে বনে।
জোনাকির আলো ফোটে নিশীথ কাননে।
পুষ্প কমল খুব ই বিমল কানন যখন সাজে।
মানব জীবন সার্থক হয় লড়াই প্রেম মাঝে।
রেখোনা খেদ মনে স্পর্শের ব্যার্থতায়।
অপ্রাপ্তি করবে মহীয়ান সুখী কল্পনায়।
স্পর্শ বাড়াবে লোভ-অপ্রাপ্তি করবে হতাশ।
চিরতরে বঞ্চিত হবে স্মরন সুখ বিলাস।