.        তুষার দহনে দগ্ধ অনল


এই মুগ্ধতা,  এই ব্যাকুলতা,  আমৃত্যু সঙ্গী মোর।
কোনদিন হবেনা মলিন, ঘুচবেনা মনের ঘোর।
জ্যোৎস্না লোকে দেখব শুধু, আসবেনা বিরস ভোর।পাগলপনা বৃদ্ধি পাবে, আশা নিস্ফল রবে,
জানি খুলবেনা কভু বন্ধ সেই মনের দোর।


বহুরূপী ভাবনার জাল বোনা।
দহনে দহনে অন্তর খাঁটি সোনা।
হৃদয় মাঝে তুমি হে সুলতানা।
কত সযত্নে আঁকা আফসানা।


ধরা যায়না, ছোঁয়া যায়না, অনুভবেই পাগলপারা।
যেমন আছে সুনীল গগনে চন্দ্র, সূর্য, শুকতারা।।