হতে পারি, আঁধারে মিট মিট জ্বলা জোনাকি,
হৃদয় মোহময়, তুচ্ছ করি ভয়,
যদি তুমি দেখতে চাও।

হতে পারি ঝরনার জল,
বয়ে যাব কলকল,
যদি তুমি ছুঁয়ে দিতে চাও।

হতে পারি, তমসাবৃতা মেঘ সারি সারি,
ঝরতে পারি ঝুম ঝুম বারি,
যদি সিক্ত হতে চাও।

হতে পারি তটিনী'র মৃদুমন্দ পবণ,
নেভাতে পারি হৃদয় দহণ,
যদি তুমি স্বস্তি পাও।

লিখতে পারি খোলা চিঠি,
যদি না ভাবো অনাসৃষ্টি,
যদি তুমি পড়তে চাও।

হতে পারি আস্থাবান শ্রোতা,
শুনব তোমার হৃদয়ের কথকতা,
যদি তুমি বলতে চাও।
,
©✍️  ০৬/০৭/২০২৫ইং