কেন তুমি ছেড়ে গেলে নাড়ীর বন্ধন, হে গুণী?
আমি জানি গো জানি, অবচেতনে নাহি মানি।


আমি শুনি কেবল ছেড়ে যাবার আর্তনাদের প্রতিধ্বনি।
দেখি আমৃত্যু ফিরে ফিরে তাকানো ক্রোধান্বিত দৃষ্টি খানি।


সেই দৃষ্টি জনম ভর করে দহনে দহনে আঙ্গার।
যত দগ্ধ ততই অনুতাপের অনলে পুড়ি প্রতিবার
বৃথা যাবে তবুও, 🙏করজোড়ে জানাই মিনতি।
সকাল সন্ধ্যায় স্মরি আর করি দেবারতি।