এমন দিনে তাহার সনে দেখা হয়,
প্রানের কথকতা হৃদয়ের আকুলতা
আবেগের ঝর্না ধারা বহে যায়,
জানি তাহাতে কিবা কার আসে যায়
সবি তো আজ স্মৃতি পটে আঁকা রয়।
সুসময় চিরদিন নাহি রয়
দিবসের পরে যেমন রাত্রি হয়
জোয়ারের পাছে যেমন ভাটা রয়
এভাবেই সব কিছু বদল হয়,
তাহাতে কারো কোন কথা নয়।
প্রকৃতি আপন রঙ বদলায়
সবকিছুই একদা হারিয়ে যায়।
তবুও কিছু আশা রয়ে যায়।
.
যেতে নাহি  চাই ছেড়ে এ ভুবন,
প্রকৃতির রূপ রসে জুড়ায় যে প্রান।
তবুও হবে যেতে অমোঘ বিধান,
এরূপ দেখিতে দেখিতে হোক জিবনাবসান।।