চুম্বনে চুম্বনে, আবেগের কম্পনে,
ভাঙ্গবে যত অভিমান।
উষ্ণ ভালবাসার সুগভীর মন্থনে
কাঁপিবে তৃষিত প্রাণ।


প্রেমফুল ফুটিবে,গাহিয়া উঠিবে,
সৃজিবে মিলনের জয়গাঁথা।
তৃষিত চিতে, বক্ষে নেবে প্রীতে
শীৎকারে ধ্বসিবে অলৌকিকতা।


রতি ক্লান্ত নদে, পরম আস্বাদে
এগোবে শান্ত বেশে।
মোহনায় জড়ালে সুমিষ্ট তরলে
ভরিবে সুখাবেশে।


সাগরে মিশিবে বদ্বীপ রচিবে
ধন্য হবে প্রকৃতির সৃষ্টি।
চৈত্রের খরতাপে, যেন জ্বরে কাঁপে,
কামে খানিক অনাসৃষ্টি।


গর্বিত সমীহ হীন, শুধিবে গ্রীষ্মঋন
প্রবল আনন্দে।
হয়ে শ্রাবণের বারি, ঝরবে সারি সারি
বহিবে প্লাবণ যৌবন নদে।