প্রেম মানে দুটি সত্ত্বার মাঝে কায়িক বিচ্ছিন্নতা
কিন্তু...........
মিলনের তরে দুজনের আত্মার পরম ব্যাকুলতা।
সুখ আর প্রেম,  যেন দুই মেরুতে বাস,
সুখ যদি কামো তবে প্রেমের সর্বনাশ।
মিলনে হৃদয়ে তুষ্টি, চিত্ত বিমোহিত,
সাথে সাথে প্রেমানুভুতি হয় তিরোহিত।
প্রাশান্তিতে চিত্ত তুষ্ট প্রেমের অবক্ষয়,
অন্তরের দহনে প্রেম চির অক্ষয় রয়।
পেয়ার হামেশা জিন্দা হোতা হ্যায়।
কোই দেখ পাতা,  কোই দেখতা নেহী।
রিস্তে টুট যাতা, আরমান ভি বদল যাতা,
লে-কিন পেয়ার টুটতা নেহী।