আসিল ফাগুন, মনেতে আগুন
দেখিবার নেই কেউ।
সমুদ্রতটে, দাঁড়িয়ে দেখেছি,
বেশুমার পবণের ঢেউ।
অসীম পুলকে, বুনে ভূলোকে,
নিত্য নব সাল।
এসেছে সমীর, কেটেছে তিমির
এল নব সকাল।
গেছিলুম ভুলে, এই ভূমন্ডলে,
দেবী রূপে কেউ এসে।
বেশ ভূষা ভুলে, নেয় বক্ষে তুলে,
অসীম ভালবেসে।
ঝড় হয়ে এলে, উড়িয়ে নিয়ে গেলে,
সকল দ্বিধা দ্বন্দ্ব।
আজিকে ফাগুনের আকাশে বইছে
সমীরন মৃদূমন্দ।
কি আনন্দময়!! চিত্ত অভয় বলি যে সবায়।
প্রতি দমে নৃত্য করি সিক্ত হৃদয় তায়।।