এসেছে নতুন বছর নতুন আশা
নতুন দিন নতুন ভরসা।
কেটেছে ঈশান কোনের
জমাট বাঁধা নিকষ কালো মেঘ,
আঁধারের পশ্চাতে আলোর বসতি
প্রকৃতির নিয়ম অমোঘ।
গলছে ধীরে রবিকিরন নিয়ে,
ঝরবে বারি শুদ্ধস্নাত হবে ধরনী।
মেঘের ফাঁকে উঁকি দিয়ে
সুর্য হাসে খিলখিলিয়ে
হাতছানি দেয় প্রবল আশ্বাসে।
দোলে, দুলে উঠে প্রান
মন করে আনচান
ফুলে উঠে বুক খানিক আত্মবিশ্বাসে।
জানি, হতে পারে তা পাগলের মতিভ্রম,
কুহেলিকা, মরিচীকা কিংবা
প্রবল আকাংখাজনিত দৃষ্টিভ্রম।
তবুও হতে চায়না নিরাশ
শুন্য বুকে তীব্র পিয়াস।
আঁধার জাগায় নতুন আলোর আশা
আশার মাঝেই নিহিত প্রকৃত ভালবাসা।।