আমি দুঃখের পর্বত শিখরে
উঠেছি আপন ঘোরে,
সুখে মাতোয়ারা ঝর্নাধারা
তোমায় দেখাব বলে।
আমি গিয়েছি অতল সাগরে
খুঁজেছি ঝিনুকরাশি,
কভু ডুবি কভু ভাসি
তোমায় মুক্তো এনে দেব বলে।
গিয়েছি গহীন বনে
ধীর পায়ে সঙ্গোপনে,
সারাদিন মান ব্যাস্ত ক্লান্ত বদনে
জোনাকি খুজে ফিরেছি
তোমায় দেবার পণে।
গিয়েছি ভুলে, সুখ ভাবনার অতলে
দিবালোকে সে চেষ্টা যাবে যে বিফলে,
চেয়েছিনু শুধু হেরিতে তোমার
সতঃস্ফুর্ত সহাস্য মিষ্টি মুখ খানি।
জানিনা আবার কবে দেখা হবে
হয়তো ইহাই শেষ দেখা ভবে,
আত্মতৃপ্তি তবু মিলিবে বুকে
ঘুমাব যবে পরম সুখে।
সুখ ভবে এক সোনার হরিণ।
কেউ পায় দেখা কেউ ছোটে অন্তহীন।
আমি নাহয় দ্বিতীয় দলে।
সবাই যদি হত প্রথম
কে ভবে ছূটে চলত তাহলে?
জীবন তো এক নিরন্তর ছুটে চলা,
ছুটতে ছুটতেই একদিন
থেমে যাবে জীবনের পথ চলা।।