এ জগতে হায় সকলে ই চায় বিশেষ কিছু হতে,  
সকল চাওয়া কি পাওয়া যায় এই ভবেতে?
.
যেমন যগাই বঞ্চিত মাধাই বঞ্চিত
ধরনী অসম বন্টনের মাঝে সুশোভিত।
এটাই তার নিয়ম চিরাচরিত।
চাওয়া পাওয়ার ব্যাবধানে
জীবনের গতি প্রবাহিত
.
এটাই স্বাভাবিক জীবনের গতি
নহে ধিক্কার -হতাশা জীবনের প্রতি।
.
ধনবানের নাহি হয় ত্যাগী মন
প্রাচুর্য্য ভোগের তরে মেলেনা সজ্জন
প্রভাব প্রতিপত্তি তে ঈশ্বর সম
অন্তরে চিরদরিদ্র থেকেও দরিদ্রতম।।