শুন মোর প্রানের বন্ধু
শুভাকাংখী যত,
চিন্তায় কিছু দ্বিমত হয়তোবা
কিছু আছে সহমত।
.
উদ্যেশ্য মোদের একই
নেই সন্দেহ তাতে,
পদ্ধতিগত ভিন্নতা রবেই
তার বাস্তব রূপ দিতে।
.


লক্ষ্যে অটুট থেকে
গাও মানবের গান।
একতা মহান শক্তি মন্ত্রে
হয়ে যাও আগুয়ান।
.


যদি হয়ে থাকে কিছু ভুল
জ্ঞাতে কিবা অজ্ঞাতে,
ক্ষমিও সেই ভুল পরমানুভবে
স্বমহিমার ঔদার্য্যতে।