একদা এল হেথা সৌভাগ্যের একাদশী
গগন মাঝে এসেছিল শুক্লপক্ষের পুর্নশশী
মেঘ ঢেকে দিয়ে গেল আঁধার রাশি রাশি
পরক্ষনেই এল কৃষ্ণপক্ষ মুখে অট্টহাসি।
.
না পারি বলিতে মোর অব্যক্ত রাশি রাশি।
ভয়ে কাঁপে হিয়া তবু বচন করে আসি আসি।
হৃদয় আর কন্ঠ মোর নেমেছে কঠিন সমরে
কতদিন পারব রাখতে তাদের সংযত করে।
.
পরিস্থিতির কারনে মুখ সামলাতে হয়
এই সত্য বুঝতে চায়না অবুঝ হৃদয়।
দুপক্ষই মারমুখী হয়ে করছে হুংকার,
আমি মাঝে পিষ্ট হই হয়ে পাহারাদার।
না পারি গ্রহীতে না পারি ত্যাজিতে
কত কথা বাজে প্রানে না পারি বলিতে।।